ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৯

3 months ago 52

দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০১ জনই বরিশালের বাসিন্দা। তবে, এসময় নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা দক্ষিণে ১৯ জন, ঢাকা উত্তরে ১৬ জন এবং ঢাকা বিভাগে আরও ৫ জন আক্রান্ত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জন, ফেব্রুয়ারিতে এক হাজার ৫৩৫ জন ও মৃত্যু ১৩ জন, মার্চ মাসে আক্রান্ত এক হাজার ৮৭১ জন ও মৃত্যু ১৩ জন, এপ্রিল মাসে আক্রান্ত দুই হাজার ৫৭২ জন ও মৃত্যু ২০ জন, মে মাসে আক্রান্ত চার হাজার ৩৪৫ জন ও মৃত্যু ২৩ জন। চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই।

এছাড়া গত বছর (২০২৪) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর (২০২৩) আক্রান্ত তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু এক হাজার ৭০৫ জন। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২ জন ও মৃত্যু ২৮১ জন। ২০২১ সালে আক্রান্ত ২৮ হাজার ৪২৯ জন ও মৃত্যু ১০৫ জন।

এসইউজে/এমএএইচ/জেআইএম

Read Entire Article