ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

2 months ago 7

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ৪১৬ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১৬৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন, যার মধ্যে ছয় হাজার ৫৬১ জন পুরুষ ও চার হাজার ৫৩৭ জন নারী।

Read Entire Article