প্রত্যন্ত গ্রামের ১৪ বছরের কিশোর ফয়সাল ঢালী। এই বসয়ে বন্ধুদের নিয়ে আড্ডা, পড়ালেখা আর উচ্ছ্বাসে দিন কাটানোর কথা থাকলেও পরিবারের হাল ফেরাতে সে কাঁধে তুলে নেন সংসারের ভার। পরিবারের বাড়তি আয় যোগাতে চালাতেন ইজিবাইক। কিন্তু এবার সেই ইজিবাইক নিয়ে বেরিয়ে লাশ হয়ে ফিরলো ১৪ বছরের এই কিশোর।
সবশেষ ডোবায় মিলেছে তার মরদেহ; তার পাশেই ঝোপে পাওয়া গেছে। ইজিবাইক ও তার মরদেহ মিললেও খোয়া গেছে ইজিবাইকে থাকা ৩টি... বিস্তারিত