ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর ভাস্কর্য চুরি

3 months ago 36
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের প্রতিকৃতি হিসেবে বসানো একটি ব্রোঞ্জের ভাস্কর্য চুরি হয়ে গেছে। মেলানিয়ার জন্মস্থান স্লোভেনিয়ার সেভনিকা শহরে ২০২০ সালে ভাস্কর্যটি বসানো হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতে মূর্তিটি গোড়ালি থেকে কেটে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।  স্থানীয় পুলিশের মুখপাত্র এলেঙ্কা ড্রেনিক রাঙ্গুস জানিয়েছেন, তারা এখনো চুরির ঘটনাটি উদঘাটন করতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তদন্ত করছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ২০২০ সালে একই স্থানে প্রথমে একটি কাঠের মূর্তি স্থাপন করা হয়েছিল, যা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর পরে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করে স্থাপন করা হয়। ভাস্কর ব্র্যাড ডাউনি নিজ উদ্যোগে এ নতুন মূর্তিটি নির্মাণ করেন। মেলানিয়া ট্রাম্পের স্বামী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, তিনি একদিন নিজের জন্মভূমি সেভনিকা সফর করবেন। তবে, তিনি কখনোই সেখানে যাননি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ মনে করছেন এটি হয়তো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে, আবার কারো ধারণা চোরেরা এটি গলিয়ে কেজি দরে বিক্রি করে দিয়েছে।  ব্রোঞ্জের মূর্তিটির শিল্পী ব্র্যাড ডাউনি এই চুরিতে দুঃখ প্রকাশ করেছেন। নিউইয়র্ক পোস্টকে তিনি জানান, মূর্তিটি সরিয়ে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন, যদিও তিনি নিশ্চিত নন।  উল্লেখ্য, স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা থেকে প্রায় ৬০ মাইল পূর্বে অবস্থিত সেভনিকা শহরেই মেলানিয়ার জন্ম। স্থানীয়ভাবে তার নামে কেক, চকলেটসহ নানা পণ্যের নামকরণ করা হয়েছে, যা পর্যটকদের আকর্ষণের একটি অংশ হয়ে উঠেছে।  
Read Entire Article