‘ডোপ টেস্ট’করে হলে আবাসন নিশ্চিতের দাবি শিবিরের

1 month ago 14

ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করা, হলগুলোতে চিকিৎসা সহকারী নিয়োগ, গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধসহ ১১০ দফা প্রস্তাবনা নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি দেয় সংগঠনটি।

এসময় সংগঠনটির শাখা সভাপতি এইচ এম আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

jagonews24

পরে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করে দাবিগুলো তুলে ধরেন শিবির নেতারা।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত ছাত্র সংসদ প্রতিষ্ঠা, সব নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থা ও বেস্ট টিচার অ্যাওয়ার্ড প্রদান, সব বিভাগে ছাত্রীদের জন্য কমন রুম ও নামাজের ব্যবস্থা, মাদকবিরোধী সেল তৈরি, গ্রন্থাগারের সুবিধা বৃদ্ধি ও জব এইড কর্নার চালু, শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড প্রদান, রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা ও রিসার্চ ফেয়ারের আয়োজন।

jagonews24

এছাড়া ক্যাম্পাস হতে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত রেল সেবা বাস্তবায়ন, স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র গঠন, দুপুরে নামাজের জন্য শ্রেণি কার্যক্রমে একঘণ্টা বিরতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টাসহ নিরাপত্তাসংশ্লিষ্টদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান নিশ্চিতকরণ, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদে জাড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ।

মুনজুরুল ইসলাম/এএইচ/জেআইএম

Read Entire Article