ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর 

2 hours ago 5

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এ প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়ে ফাওজুল কবির খান বলেন, লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে আসতে হবে এবং দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে।

Read Entire Article