চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সেচের ড্রেন থেকে কামরুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাচোল ইউনিয়নের হাকরইল সাঁওতালপাড়ার একটি পেয়ারা বাগানের পাশে সেচের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে।
নাচোল থানার ওসি মনিরুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে হাকরইল সাঁওতালপাড়া এলাকার পেয়ারা বাগানের পাশে সেচের ড্রেনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো শফিকুল আলম জানান, উদ্ধার হওয়া মরদেহ নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের কামরুল ইসলামের। কামরুল এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকায় তার জমির ধান কাটা মাড়ায় কাজে গিয়েছিলেন।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে কী কারণে মৃত্যু হয়েছে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।