ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

3 hours ago 3
নেত্রকোনার বারহাট্টায় প্রধান সড়কে মেয়াদোত্তীর্ণ ড্রেনের ওপর স্লাব বসিয়ে ঢালাই দিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ। স্থানীয়রা বলছেন, ভারী যানবাহনের চাপে মেয়াদোত্তীর্ণ ড্রেনটি ভেঙে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।  বারহাট্টা মধ্য বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আগের ড্রেনের স্লাবগুলো ভালো ছিল। এগুলো সরিয়ে পুরোনো ড্রেনের ওপর নতুন স্লাব বসিয়েছে। এখন আবার এগুলো নিচে রেখে ঢালাই দিয়ে দিচ্ছে।  বারহাট্টা পূর্ব বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, আমার দোকানের সামনে সিসি ঢালাই দিয়েছে। সকালে আমি মোটরসাইকেলটি পার করার সময় রাস্তা ভাঙা শুরু হয়েছে। যে পরিমাণে সিমেন্ট দিচ্ছে এর চেয়ে আমাদের এলাকার বিলের মাটি দিলে আরও শক্ত হতো।  নেত্রকোনা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী  মাহমুদ আল নূর সালেহীন বলেন, এটা আমাদের পরামর্শ ক্রমেই হচ্ছে। বারহাট্টার প্রধান সড়কের দুপাশে জায়গা না থাকায় রাস্তা বৃদ্ধির স্বার্থে ড্রেনের ওপরের স্লাবগুলো নতুন করে দেওয়া হয়েছে। এখন এগুলোর ওপর ঢালাই দেওয়া হচ্ছে। এতে রাস্তার কোনো সমস্যা হবে না।  ড্রেন ভরাট হয়ে গেলে পরিস্কার কীভাবে করা হবে জানতে চাইলে তিনি বলেন, এতে কোনো সমস্যা হবে না। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে।
Read Entire Article