ব্রাজিল জাতীয় দল উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করলেও মাঠে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দে, তবে ব্রাজিলের হয়ে সমতা ফেরান গার্সন।
ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, ‘আমরা দুর্দান্ত খেলেছি এবং দলের প্রতি আমি গর্বিত। আজকের পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে যে আমাদের হারানো কঠিন হবে।’ তবে ড্রয়ের কারণে ব্রাজিলিয়ান সমর্থকরা দলকে বিদ্রূপ করলেও রাফিনহা এটিকে শুধুমাত্র ফলাফলের জন্য বলে অভিহিত করেন।
এই ড্রয়ের ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কনমেবল বাছাইপর্বের পঞ্চম স্থানে রয়েছে। ১২ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয় নিয়ে ব্রাজিলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও রাফিনিয়ার মতে, বর্তমান দলটি প্রতিযোগিতামূলক এবং ভবিষ্যতে ভালো ফলাফল আনতে সক্ষম।
রাফিনিয়া বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন, যেখানে তিনি ২২টি গোল এবং অ্যাসিস্টে অবদান রেখেছেন। ক্লাব পর্যায়ে তার পরবর্তী ম্যাচ সেল্টা ভিগোর বিপক্ষে অনুষ্ঠিত হবে লা লিগায়।