ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ২৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধের ২০ মিনিট পর দুপুর ১টা ৫৫মিনিটে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হাসান বলেন, দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক। যেন সিলেবাস শেষ করে সবাই পরীক্ষা দিতে পারে। এটা সমাধান করার জন্য ৫ মিনিটের বেশি সময় লাগার কথা না। কমিশন যদি নিজেও চায় যে তারা এই সমস্যাটা সমাধান করবে, তাহলেও এটা ৫ মিনিটেই সমাধান হয়ে যাবে। তার উদাহরণ আমরা ৪৬তম বি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ২৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধের ২০ মিনিট পর দুপুর ১টা ৫৫মিনিটে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হাসান বলেন, দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক। যেন সিলেবাস শেষ করে সবাই পরীক্ষা দিতে পারে। এটা সমাধান করার জন্য ৫ মিনিটের বেশি সময় লাগার কথা না। কমিশন যদি নিজেও চায় যে তারা এই সমস্যাটা সমাধান করবে, তাহলেও এটা ৫ মিনিটেই সমাধান হয়ে যাবে। তার উদাহরণ আমরা ৪৬তম বিসিএসের পরীক্ষার সময় সংশোধন করতে দেখি।
আরেক চাকরিপ্রার্থী শিক্ষার্থী আরিফ বলেন, ২৭ তারিখ আমাদের রিটেন পরীক্ষা। আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা। কিন্তু আমরা রাস্তায় আছি কারণ আমরা সমাধান পাচ্ছি না। আমরা চাই সরকারের ওপর মহল থেকে এই দাবিটা মেনে নেওয়া হোক। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই।
What's Your Reaction?