ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নিশ্চিত করল দিল্লি

1 month ago 15
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী ০৯ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই এ সফরের আয়োজন করা হচ্ছে।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিক্রম মিশ্রির ঢাকা সফরের বিষয়ে কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘ভারতীয় পররাষ্ট্র সচিবের মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মিশ্রির।’ সংবাদমাধ্যমটি বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্ক যে টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে সে প্রেক্ষাপটে সচিবের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এ প্রথম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চপর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে ভারত। তবে গত চার মাসে দু-দেশের মধ্যে তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে।
Read Entire Article