ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন এজাজ

3 hours ago 4

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সুপারিশ করেছিলেন।

এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি, আসলে উত্তর সিটি করপোরেশনের নিয়োগটা তো এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ডিওটা একটা অফিসিয়াল প্রসেস, যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায় তাহলে সে ক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। তবে দুঃখজনক এই চিঠিটা কেউ না কেউ পাবলিসড করেছে। শুধু এইটা নয়, এরকম আরও ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি কে করেছে, যারা চিঠি ফাঁস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article