ঢাকা কলেজে ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প

2 hours ago 6

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ, সেক্রেটারি আবদুর রহমান আফনানসহ অন্যান্য নেতাকর্মী।

এ দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে দেখা যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনলাইন ও অফলাইনে ৩০০শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। এই ক্যাম্প চলবে বিকাল ৫টা পর্যন্ত।

চিকিৎসা নিতে গিয়ে আবাসিক শিক্ষার্থী জুনায়েদ জিতু বলেন, হলপাড়ায় অনেকের বড় সমস্যা না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যায় না। সে ক্ষেত্রে ইসলামী ছাত্রশিবির ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, এটা খুবই সুন্দর। আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে।

তছলিম নামে আরেক শিক্ষার্থী বলেন, আগের রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে অনেক ভালো হয়। ভালো ডাক্তার দেখাতে মিনিমাম ৫০০ টাকা ভিজিট লাগে কিন্তু এখানে কোনো টাকা লাগছে না। আবার বেশ সময় নিয়ে ডাক্তার আমাদের সমস্যার কথা শুনে ফ্রি ওষুধ দিচ্ছেন। ছাত্রশিবিরের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানায়।

সভাপতি মোস্তাকিম আহমেদ কালবেলাকে বলেন, আমাদের কয়েকটি ক্যাম্প রয়েছে। একটাতে ব্লাড টেস্ট করা হচ্ছে। পাশাপাশি কেউ ফ্রিতে রক্ত দিতে চাইলে দিতে পারবেন। আরেকটা ডেন্টাল ক্যাম্প রয়েছে। ফ্রিতে মেডিসিন বিতরণ করার জন্য একটি ক্যাম্প রয়েছে। অন্য একটি ক্যাম্পে প্রকাশনা বিতরণের জন্য রাখা হয়েছে। আমরা কয়েকদিন ধরে এই ক্যাম্পটি চালু করতে চেয়েছিলাম কিন্তু পরীক্ষার জন্য হচ্ছে না। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রিতে খাবার বিতরণ, আলেচনাসভা, কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য প্রোগ্রাম আছে।

১৬ বছর পর প্রকাশ্যে রাজনীতি করার বিষয়ে তিনি বলেন, এখন আলহামদুলিল্লাহ। আগে মিডিয়া একটা দলকে প্রমোট করত। এখন সব দলকে করছে। আগের থেকে কাজ করতে ভালো লাগছে। ছাত্রশিবিরের নামে আগে অপপ্রচারের কারণে অনেকে শিবিরকে ভয় পেত; কিন্তু এখন অনেকে সমর্থক হচ্ছেন। অনেকে আবার শিবিরের ক্ষতি করতে গিয়ে যুক্ত হচ্ছেন। আমাদের পেজে অনেকে মেসেজ দিচ্ছেন যুক্ত হওয়ার জন্য।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, এমন একটি উদ্যোগের জন্য ঢাকা কলেজ ছাত্রশিবিরকে অভিনন্দন। মাঝে মাঝে যদি এরকম আয়োজন করা হয় তাহলে ছাত্রদের জন্য কল্যাণকর হবে। আসলে তথাকথিত যে ছাত্র রাজনীতি তা থেকে বেরিয়ে আসার জন্য এটি একটি অনন্য উদ্যোগ।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।

Read Entire Article