ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি থেমে থেমে যানজট

2 hours ago 4

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাতায়াতের রাস্তার জায়গায় সীমানা খুঁটি বসিয়ে মার্কেট তৈরির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বর্তমানে তীব্র যানজট না থাকলেও থেমে থেমে গাড়ি চলছে।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি থেমে থেমে যানজট

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পূর্বপাশে ভাটিয়ারী সংযোগ সড়কের পূর্ব পাশে ২১ ফুট প্রশস্ত মাহাতাববিবি সড়ক। স্থানীয় কয়েক গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করেন। পুরোনো এ সড়কটি দুই বছর আগেও সরকারি অর্থায়নের সংস্কার করা হয়েছে। সম্প্রতি ওই স্থানে মার্কেট নির্মাণ করতে বেইজ পিলার স্থাপন করা হয়েছে। অর্ধশত সেমিপাকা দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি থেমে থেমে যানজট

ওমর শরীফ নামের একজন ব্যবসায়ী বলেন, ‘চট্টগ্রাম শহরের সিটি গেট থেকে বারইয়ারহাট যেতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। ভাটিয়ারী এলাকায় যানজটে আটকা পড়ি। অথচ সময় লাগার কথা ছিল একঘণ্টা।’

এ বিষয়ে সীতাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সীমানা খুঁটি তুলে দেওয়া হয়েছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ থাকবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি থেমে থেমে যানজট

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বলেন, প্রশাসনের আশ্বাসে দুপুর ২টার দিকে স্থানীয়রা অবরোধ তুলে নেন। বর্তমানে থেমে থেমে গাড়ি চলছে।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

Read Entire Article