ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ

2 months ago 7

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকরা।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৭টা থেকে প্রতিবেদন লেকা পর্যন্ত সড়কে যানজট রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনের মদনপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট রয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানায়, একটি গাড়ি বিকল হওয়ার ফলে এ যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ

মাতুয়াইলগামী রহমতুল্লাহ জানান, তিনি এক ঘণ্টা ধরে মোগরাপাড়া অংশে যানজটে আটকে আছেন। গাড়ি নড়াচড়া করছে না।

সোনারগাঁ জাদুঘর ঘুরে সন্তানদের নিয়ে সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে ফিরছেন রহিমা। তিনি বলেন, ছুটির দিন থাকায় সন্তানদের নিয়ে ঘুরতে এসেছিলাম। আসার সময় রাস্তা ফাঁকা থাকলেও ফেরার পথে আটকা পড়ে গেছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, মহাসড়কের মোগরাপাড়া অংশে একটি গাড়ি বিকল হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যানবাহনেরও অতিরিক্ত চাপ আছে। বিকল গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে। যানজট কমছে।

মো. আকাশ/এমএন/এএসএম

Read Entire Article