ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ নেই

3 months ago 33

ঈদ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের কোনো চাপ নেই। সড়কের ৬০ কিলোমিটার মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত দূরপাল্লার কিছু বাস চলাচল করতে দেখা গেছে। ফলে যারা এখন বাসে যাতায়াত করছেন তারা স্বস্তিতেই চলাচল করতে পারছেন।

মঙ্গলবার (১০ জুন) সরেজমিনে দেখা গেছে, তীব্র গরমে মানুষ খুব বেশি বাড়ির বাইরে যাচ্ছে না। মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম ও অন্যান্য শহরের বিভিন্ন যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। বারইয়ারহাট-সীতাকুণ্ড রুটে চলাচল করা লেগুনাও দেখা গেছে কম। তবে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সিএনজিচালিত অটোরিকশা।

ব্যাংক কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, এবার ঈদে লম্বা ছুটি। মানুষ এখনো বাড়ি রয়েছে। আগামী শনিবার থেকে অফিসমুখী হবে। তখন হয়তো মহাসড়কে গাড়ির চাপ বাড়বে।

লেগুনাচালক সুবল চন্দ্র নাথ জানান, সোমবার গাড়ি নিয়ে বের হয়েছিলাম। গরমের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। আমিও দুপুরের পর গাড়ি বন্ধ করে দিয়েছি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আলম মামুন বলেন, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন খুব কমসংখ্যক মানুষ। সে কারণে মহাসড়কে যানবাহন চলাচল কম। কয়েকদিনের মধ্যে বাড়তে পারে। মহাসড়কে যানজট এড়াতে পুলিশ তৎপর।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

Read Entire Article