ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।  শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। স্থানীয় সূত্র জানা গেছে, ভোরের দিকে মহাসড়কে যানবাহনের গতি ধীর হয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পায়। বাসচালক স্বপন মিয়া বলেন, বালুয়াকান্দি এলাকা থেকেই তিনি যানজটে আটকে পড়েছেন। এক ঘণ্টা ধরে ভাটেরচর এলাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একই অভিজ্ঞতার কথা জানান ট্রাকচালক হানিফ। তিনি জানান, তেতৈতলা হাশপয়েন্ট এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছি, তবে যানজটের নির্দিষ্ট কারণ তিনি জানাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগের অভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।  শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। স্থানীয় সূত্র জানা গেছে, ভোরের দিকে মহাসড়কে যানবাহনের গতি ধীর হয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পায়। বাসচালক স্বপন মিয়া বলেন, বালুয়াকান্দি এলাকা থেকেই তিনি যানজটে আটকে পড়েছেন। এক ঘণ্টা ধরে ভাটেরচর এলাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একই অভিজ্ঞতার কথা জানান ট্রাকচালক হানিফ। তিনি জানান, তেতৈতলা হাশপয়েন্ট এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছি, তবে যানজটের নির্দিষ্ট কারণ তিনি জানাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগের অভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দাউদকান্দি ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow