ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানবাহনের ধীরগতি

3 hours ago 3

মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। একটি সড়ক দুর্ঘটনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মহাসড়কের কুমিল্লামুখী সড়কে জামালদী বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাকের পেছনে সংঘর্ষ হয়। ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাক দুটি সরিয়ে নিলে স্বাভাবিক হচ্ছিল সড়ক। কিন্তু যানবাহনের চাপ ও উল্টো পথে চলায় সড়কে গতি কমে যায়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে। এরমধ্যে এ সড়কে সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ/এমএস

Read Entire Article