ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

1 month ago 35
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মেঘনা সেতুর ওপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরে মহাসড়কটির গজারিয়া অংশের ৬ কিলোমিটারজুড়ে এই যানজট দেখা দেয়। ঢাকাগামী ট্রাকচালক মো. ফারুক হোসেন জানান, প্রায় ১ ঘণ্টা ধরে জ্যামে আটকা পড়ে আছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে বসে আছি গাড়ি আগাচ্ছেই না। কখন ঢাকা পৌঁছাব পার্টি বারবার ফোন করে জিজ্ঞেস করছে, তবে কখন পৌঁছাব তা জানি না। এ ছাড়া একাধিক যাত্রী ও চালকরা জানান, ভোগান্তি ও দুর্ভোগে বসে থাকতে হচ্ছে তাদের। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার সময় মহাসড়কের মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেইন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Read Entire Article