ঢাকা জেলা উত্তর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ছয় সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাকিব খন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুজন শিকদার। কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মঞ্জুরুল হক সৌরভকে।
বিজ্ঞপ্তিতে আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।