ঢাকা জেলা প্রশাসন মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘বিজয় মেলা’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) রেজাউল করিম। মেলাটি আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত চলবে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রেজাউল করিম উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও মেলায় স্বাগত জানান। দেশীয় পণ্যের প্রসারে এই মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলা মূলত দেশীয় পণ্যের জন্য। এখানে চমৎকার সব দেশীয় পণ্যের সমাহার ঘটেছে, যা আমাদের পণ্যের বাহার ও ঐহিত্যকে তুলে ধরার একটি বড় সুযোগ। স্টল মালিক ও দর্শনার্থীদের উদ্দেশে ডিসি বলেন, আমরা আশা করব যারা স্টল দিয়েছেন, তারা পুরো সময় জুড়ে সক্রিয়ভাবে মেলায় অংশগ্রহণ করবেন। এখানে যারা দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতা হিসেবে এসেছেন, তারা সবাই এর মাধ্যমে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। সংক্ষিপ্ত বক্তব্য শেষে সবার সহযোগিতা কামনা করে তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে, এডিসি (জেনারেল) ওয়ারীস আনসারি জানান, মহ
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘বিজয় মেলা’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) রেজাউল করিম। মেলাটি আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রেজাউল করিম উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও মেলায় স্বাগত জানান। দেশীয় পণ্যের প্রসারে এই মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলা মূলত দেশীয় পণ্যের জন্য। এখানে চমৎকার সব দেশীয় পণ্যের সমাহার ঘটেছে, যা আমাদের পণ্যের বাহার ও ঐহিত্যকে তুলে ধরার একটি বড় সুযোগ।
স্টল মালিক ও দর্শনার্থীদের উদ্দেশে ডিসি বলেন, আমরা আশা করব যারা স্টল দিয়েছেন, তারা পুরো সময় জুড়ে সক্রিয়ভাবে মেলায় অংশগ্রহণ করবেন। এখানে যারা দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতা হিসেবে এসেছেন, তারা সবাই এর মাধ্যমে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে সবার সহযোগিতা কামনা করে তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে, এডিসি (জেনারেল) ওয়ারীস আনসারি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশীয় স্থানীয় শিল্প পণ্য এবং চারু ও কারু পণ্যের সমাহার ঘটবে। এছাড়া মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬টায় এখানে মনোজ্ঞ সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এদিকে জেলা প্রশাসনের মাঠ ঘুরে দেখা যায়, মেলার স্টলগুলোতে দেশীয় শাড়ি, হস্তশিল্প, চারু ও কারু পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
ইরা বুটিকসের স্বত্বাধিকারী ইলিনা রাহী ইরা বলেন, অনেকেই হাতের কাজের শাড়ি দেখছেন। এখনো পুরোপুরি মেলা না জমলেও সন্ধ্যার পর থেকে এবং আগামী দুই দিন ধীরে ধীরে বেচাকেনা জমে উঠবে বলে আশা করছি।
উদ্বোধনের পর এবং সন্ধ্যার কনসার্টকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই আগ্রহ নিয়ে হাতের কারুকার্য খচিত শাড়ি ও দেশীয় পণ্য দেখছেন।
What's Your Reaction?