ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন পরিশোধ না হওয়ায় সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার শ্রমিক আলতাফ হোসেন বলেন, গত তিন মাস ধরে আমরা বেতন পাচ্ছি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন পরিশোধ না হওয়ায় সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক আলতাফ হোসেন বলেন, গত তিন মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। কর্তৃপক্ষ শুধু সময় নিচ্ছে। ঘরভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে না পেরে বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামিম আক্তার বলেন, একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow