ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বেড়েছে

1 month ago 20

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বাড়ছে। এর মধ্যে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বেশি। সেই সঙ্গে মানুষও ঘর থেকে বের হচ্ছে।

বুধবার সকালে কারফিউ শিথিল হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড ও কুর্ণী এলাকায় এই চিত্র দেখা যায়।

আজ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইলে কারফিউ শিথিল থাকবে।

মির্জাপুর থেকে টাঙ্গাইলগামী একটি বাসের যাত্রী বলেন, কারফিউ শিথিল হওয়ায় স্বস্তি নিয়ে যাতায়াত করা যাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কারফিউ।

টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন বলেন, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অনেক স্থানে যান চলাচল বেড়েছে। তবে পুলিশ মোতায়েনসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/জিকেএস

Read Entire Article