ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিমি যানজট

3 months ago 31

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

রোববার (২৩ জুন) দুপুরের পর থেকে কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত এ যানজট শুরু হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিমি যানজট

চালকরা জানায, আধাঘণ্টার সড়ক যেতে লাগছে তিন থেকে চার ঘণ্টা। কাজ চলমান থাকায় মহসড়কের এই স্থানে প্রায় যানজট থাকে। আজ দুপুর থেকে এই অংশে যানজট শুরু হয়েছে। বাকি রাস্তার অবস্থা কেমন হবে জানি না।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিমি যানজট

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক মনু মিয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। তবে আজ দুপুরের পর সময় লেগেছে প্রায় তিনঘণ্টা। এতে গাড়িতে থাকা যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিমি যানজট

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, চালকদের বেপরোয়াগতিতে গাড়ি চালানোর কারণে ও পরিবহনের চাপ থাকায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এছাড়া বাকি পথ স্বাভাবিক রয়েছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/জেআইএম

Read Entire Article