ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ

3 hours ago 3
বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে সব ধরানের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, কথায় কথায় বলে আমরা নাকি পরীক্ষা দিতে ভয় পাই। তারা কি জানে না দশম গ্রেডে উপসহকারী পদের চাকরি হয়। সেখানে কি আমরা পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করিনি? সেখানে তিনটি ধাপে পরীক্ষা দিয়ে চাকরি নিতে হয়।  তারা আরও বলেন, এ ছাড়াও কিছু দিন আগে পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা হয়েছে। সেখানে একটি পদের বিরুদ্ধে ৬শ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লড়াই করেছে। এগুলো কি তাদের চোখে পড়ে না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে লড়তে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও পড়াশোনা করে, তারা তাদের যোগ্যতা অর্থাৎ পরীক্ষা দিয়ে চাকরি নিতে চায়।  টাঙ্গাইলের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ কালবেলাকে জানান, এ অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল। এ ছাড়াও এই অবরোধ দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।  তিনি আরও বলেন, দেড় ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের দুপাশেই প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। যানজটে যাত্রী এবং চালকরা ভোগান্তিতে পড়েন।
Read Entire Article