ঢাকা তাঁতীদল সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি 

2 months ago 10
ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো. জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় তাঁতীদল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।  মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা লায়ন এজেডএম মাইনুল ইসলাম পলাশকে। অন্য দুই সদস্য হলেন মো. আবুল কালাম ও মো. হানিফ খান। জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইয়াছিনের সই করা চিঠিতে বলা হয়, আগামী ২৫ জুনের মধ্যে নিরপেক্ষ তদন্ত শেষে লিখিত প্রতিবেদন কেন্দ্রে জমা দিতে হবে। এ বিষয়ে জানতে মো. জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান কালবেলাকে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের নজরে আসার পরই তদন্ত কমিটি গঠন করেছি। যদি তদন্তে তিনি দোষী প্রমাণিত হন, তাহলে তাকে বহিষ্কারসহ যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয়ে কেউ অনিয়ম করলে, তাকে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, ২১ জুন গাজীপুরের শ্রীপুরে পাইকারি কাপড় মার্কেটের সামনের ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হন জাকির হোসেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি চাঁদাবাজির মামলাও দায়ের হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Read Entire Article