ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ

3 hours ago 4

ঢাকা শহরের বাসিন্দাদের একটি বড় অংশ ঈদের কেনাকাটা করেন নিউমার্কেট সংলগ্ন খোলা দোকান এবং ওই এলাকার অন্যান্য মার্কেটগুলো থেকে। ট্রেন্ডি বিভিন্ন পোশাক ও নারী-পুরুষ-শিশুদের সাশ্রয়ী মূল্যের পোশাক পাওয়া যায় এই দোকানগুলোতে। তাই ঈদের বাজারের প্রসঙ্গে নুরজাহান সুপার মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, এলিফ্যান্ড রোডের ব্র্যান্ডবিহীন দোকানগুলো অনেক মানুষের গন্তব্য।

ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। তাই প্রতিবছরই ট্র্যাফিক জ্যাম ও বাজারের ভিড় এড়াতে রমজানের আগেই ঈদের আমেজ চলে আসে দোকানগুলোতে। চাঁদরাত পর্যন্ত চলে ক্রেতা-বিক্রেতার দরদাম। ২রা রমজানে নুরজাহান সুপার মার্কেট সংলগ্ন এলাকার হালচাল দেখে নিন আলোকচিত্রের মধ্য দিয়ে। মোবাইলে ছবিগুলো তুলেছেন শখের আলোকচিত্রী মো. সাকিব খান।

ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ

নুরজাহান সুপার মার্কেটের সামনের ফুটপাতসহ রাস্তার ওপর বসেছে অস্থায়ী সব কাপড়ের দোকান। শার্ট-প্যান্ট, টি-শার্ট, হিজাব, নারীদের ওয়ান পিসসহ নানান রকমের কাপড় বিক্রি হচ্ছে সেখানে।

ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ

উৎসবের সময় বলেই হয়তো পুরুষদের গতানুগতিক ঘরে পরার কাপড়ের দোকানে বিকেলবেলা তেমন ভিড় ছিলো না।

ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ

পাঞ্জাবী ও শার্টের দোকানে দেখা যায় ক্রেতাদের আনাগোনা। ঈদের নামাজের জন্য নতুন পাঞ্জাবী আর কাছের মানুষের জন্যে ঈদের উপহার কিনতে এসেছেন অনেকেই।

ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ

এদিন বাজারে নারী ক্রেতাদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। আসরের নামাজের পর বাড়ি ফেরার আগে অনেকেই সেরে নিচ্ছেন টুকিটাকি কেনাকাটা।

ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ

ইফতারের আগে শেষমুহূর্তে বাড়িফেরা মানুষের হাতে শরবতের গ্লাস তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভ্রাম্যমাণ দোকানে আখের রস বিক্রেতা।

এএমপি/জেআইএম

Read Entire Article