ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রি-ক্রিসমাস উদযাপন

1 month ago 13

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খ্রিস্টান স্টুডেন্টস্ অর্গানাইজেশনের উদ্যোগে প্রি-ক্রিসমাস উদযাপন করা হয়েছে। 

শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে কেক কেটে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রিস্টান স্টুডেন্টস্ অর্গানাইজেশনের সভাপতি স্বচ্ছ চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাদার তপন কামিলুস ডি’ রোজারিও এবং নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক এগনেস র‌্যাচেল প্যারিস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত ত্রিপুরা অনুষ্ঠান সঞ্চালন করেন।

Read Entire Article