ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল উৎসব অনুষ্ঠিত

‘ফুলে ফুলে সজ্জিত হোক দূষিত নগরী ঢাকা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফুল উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারেট আয়োজন কার্জন হলে ওই উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ফুল উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এধরনের আয়োজন মানুষের মনকে প্রশান্ত করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে। এসময় আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, ডাকসু'র ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে ফুল উৎসব উপলক্ষ্যে কার্জন হল এলাকায় র‌্যালি বের করা হয়। পর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল উৎসব অনুষ্ঠিত

‘ফুলে ফুলে সজ্জিত হোক দূষিত নগরী ঢাকা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফুল উৎসব উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারেট আয়োজন কার্জন হলে ওই উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ফুল উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এধরনের আয়োজন মানুষের মনকে প্রশান্ত করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।

এসময় আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, ডাকসু'র ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে ফুল উৎসব উপলক্ষ্যে কার্জন হল এলাকায় র‌্যালি বের করা হয়। পরে ফুল বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুর এ. মেহনাজ সিনহা প্রথম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আলো আক্তার দ্বিতীয় এবং ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী মাসতুরা মাহজাবিন তৃতীয় স্থান অধিকার করে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow