ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নবীনবরণ

2 hours ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল এহছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অধ্যাপক ড. কাওসারী আখতার, সহযোগী অধ্যাপক ড. সায়কা আহমেদ এবং সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নবীনবরণ

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগসমূহের মধ্যে রসায়ন বিভাগ অন্যতম। গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এমএইচএ/এসআইটি/জিকেএস

Read Entire Article