ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বহিষ্কার 

3 months ago 21

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিঝিল থানাধীন ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোপাল চন্দ্র ঘোষকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিঝিল থানাধীন ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোপাল চন্দ্র ঘোষ-কে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

এদিকে, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহমেদের স্থগিতকৃত পদ প্রত্যাহার করে স্বপদে অধিষ্ঠিত করা হয়েছে।

শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহমেদের স্থগিতকৃত যুগ্ম আহ্বায়ক পদ গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ০৩ (তিন) মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের সিদ্ধান্ত মোতাবেক মো. আলী আহমেদের স্থগিতকৃত পদ প্রত্যাহার করে তাকে স্বপদে অধিষ্ঠিত করা হয়েছে।
 

Read Entire Article