ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

2 weeks ago 13

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এলাকায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেটকারটিতে চারজন ছিলেন।
 
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহত দুজন এবং আহত বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Read Entire Article