রোজায় ঢাকা রিজেন্সি হোটেলে থাকছে ইফতারের বিশেষ আয়োজন। ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত ধারণক্ষমতার আটটি ভেন্যুতে সামাজিক অথবা কর্পোরেট ইফতার আয়োজনের ব্যবস্থা রাখছে হোটেলটি। বলরুম সেলিব্রেশন হল ছাড়াও এই রোজায় ঢাকা রিজেন্সি খাবারপ্রেমীদের জন্য নিয়ে এসেছে ইফতার ও কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করার সুযোগ। রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে একসাথে ১০০০ অতিথিকে স্বাগত জানানোর মতো... বিস্তারিত