ঢাকা রিজেন্সির এমডি কবির রেজার সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

4 hours ago 5

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুদকের আবেদনে বলা হয়, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এমডি কবির রেজা ও তার স্ত্রীর রোকেয়া খাতুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দুদক জানতে পারে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া সার্বিক অনুসন্ধান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা রোহিত করা একান্ত প্রয়োজন বলে জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় দুদক।  

দুদকের আবেদন আমলে নিয়ে আদালত আরিফ মোতাহার এবং তার স্ত্রী নাজমা আরিফ যাতে বিদেশ গমন করতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রদান করে আদেশের কপি সংশ্লিষ্ট বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে প্রেরণ করেন।

Read Entire Article