ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যে অসামঞ্জস্যতার কারণে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ সঠিক নথিপত্র জমা দেওয়ায় ইসি সন্তুষ্ট হয়েছে। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রাথমিক ফল ঘোষণার সময় মান্নার মনোনয়ন সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। তখন তার হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গরমিলের বিষয়টি উল্লেখ করা হয়। মান্নার প্রতিনিধিরা সংশোধনের জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন। পরবর্তী সময়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়া হলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এর আগেও আমি কয়েকবার নির্বাচনে

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যে অসামঞ্জস্যতার কারণে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ সঠিক নথিপত্র জমা দেওয়ায় ইসি সন্তুষ্ট হয়েছে। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রাথমিক ফল ঘোষণার সময় মান্নার মনোনয়ন সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। তখন তার হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গরমিলের বিষয়টি উল্লেখ করা হয়। মান্নার প্রতিনিধিরা সংশোধনের জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন। পরবর্তী সময়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়া হলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এর আগেও আমি কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছি। তবে এবারের পথ যে এতটা কঠিন হবে, তা আগে কখনো দেখিনি। আজ নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে। এ জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow