চট্টগ্রামের আলোচিত ঢাকাইয়া আকবর খুনের ঘটনায় মো. আলভীন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিনগত রাতে নগরীর চান্দগাঁও থানাধীন সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৭ মে) সকালে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আলভীন চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে।
র্যাব জানিয়েছে, নিহত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর ইট বালুর ব্যবসা করতেন। দীর্ঘদিন থরে স্থানীয় আধিপত্য বিস্তারসহ ব্যবসা-বাণিজ্যর নিয়ে বিরোধের ধরে গত ২৩ মে রাতে পতেঙ্গা সী-বিচে ঘুরতে গেলে আসামিরা গুলি করে জখম করেন। গুলিতে আকবরের হাত, পা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর।
এ ঘটনায় আকবরের স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি ছিলেন মো. আলভীন। সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলভীনকে গ্রেফতার করা হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম