ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীত

1 month ago 12

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। বৃষ্টিতে তাপমাত্রা কমতে পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, আজ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে। কালকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে।

আরএএস/এমএএইচ/জেআইএম

Read Entire Article