ঢাকার কাছেই ঘুরে আসুন স্বপ্নরাজ্য ড্রিম হলিডে পার্কে

2 months ago 6

 

তৌফিক সুলতান

নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক আজ নিকটবর্তী জেলা-উপজেলা থেকে আগত হাজারো দর্শনার্থীর হৃদয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আধুনিক বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনমেলায় গড়ে ওঠা এই পার্কটি শুধু শিশু-কিশোরদের জন্য নয়, পরিবারের সব বয়সের মানুষের জন্যও এক দারুণ আনন্দদায়ক গন্তব্য।

আমরা চার বন্ধু আমি তৌফিক সুলতান, জুসেব, ওয়াহিদুল্লাহ্ ও সজিব-ওয়েলফশন মানব কল্যাণ সংঘের চালা বাজার অফিস থেকে যাত্রা শুরু করি এবং খুব অল্প সময়ে পৌঁছে যাই এই স্বপ্নপুরীতে।

ঢাকার কমলাপুর, মহাখালী, গুলিস্তান, বাড্ডা বা টঙ্গী থেকে বাস অথবা ট্রেনে সহজেই ঘোড়াশাল নেমে যাওয়া যায়। ঘোড়াশাল পেট্রোল পাম্প বা পাঁচদোনা থেকে সিএনজি, অটো বা রিকশা নিয়ে কয়েক মিনিটেই পৌঁছে যাবেন পার্কের গেটে।

পার্কে প্রবেশ করেই চোখে পড়ে সবুজ ঘাসে মোড়ানো প্রশস্ত মাঠ, বাহারি ফুলের বাগান, কৃত্রিম লেক, রেইন ডান্স, ওয়াটার রাইডস, ওয়েভ পুল, থ্রিলার রোলার কোস্টার, ম্যাজিক শো, কিডস জোন, খাবারের দোকান, চাইনিজ-ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং আরও অনেক রোমাঞ্চকর আয়োজন। শিশুদের জন্য আলাদা প্লে জোন থাকায় পরিবার নিয়ে আসা সহজ এবং নিরাপদ। ভেতরে রয়েছে বিশ্রামের কটেজ ও ভাড়ার কক্ষ, যাতে পুরো দিন নিশ্চিন্তে উপভোগ করা যায়।

পার্কে প্রবেশমূল্য খুবই সাশ্রয়ী, যা সাধারণত ২০০-২৫০ টাকা, আর ওয়াটার জোন বা থিম রাইডগুলোর জন্য আলাদা প্যাকেজ নেওয়া যায় মাত্র ২০০-৪০০ টাকায়। শিক্ষাপ্রতিষ্ঠান বা গ্রুপ ভিজিটে ছাড় ও আগাম বুকিংয়ের সুবিধাও রয়েছে। আমরা ওয়াটার জোনে গিয়ে রেইন ডান্স ও ওয়েভ পুলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে জীবনের সব ক্লান্তি ভুলে গিয়েছিলাম। খাবারের পর ঘুরে দেখেছি ম্যাজিক শো আর প্রাণীর মূর্তিভর্তি বাগান।

এই পার্কে ঘোরার সবচেয়ে ভালো সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার, ঈদ ও সরকারি ছুটির দিনে ভিড় একটু বেশি হলেও আনন্দে ঘাটতি থাকে না। তবে ভিড় এড়িয়ে যেতে চাইলে সপ্তাহের মাঝামাঝি দিনগুলো বেছে নিন। পার্কে প্রবেশের সময় ভেতরে খাবার নিয়ে প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা থাকলেও শিশুদের জন্য হালকা খাবার নেওয়া যায়।

ঢাকার কাছেই ঘুরে আসুন স্বপ্নরাজ্য ড্রিম হলিডে পার্কে

এই ভ্রমণ আমাদের মন ও মগজে যেন এক রঙিন স্বপ্ন জাগিয়ে দিয়েছিল। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রকৃতির কোলে হাসিমুখে হেঁটে চলা, ওয়াটার পার্কে হর্ষধ্বনির ভেতর ডুবে থাকা-সবকিছু মিলিয়ে ড্রিম হলিডে পার্ক যেন ব্যস্ত জীবনে এক প্রশান্তির পালাবদল। এটি শুধু একটি পার্ক নয়, এটি যেন আত্মার মুক্তি ও আনন্দের উপলক্ষ। যারা ঢাকার কাছাকাছি কোথাও একদিনের ট্যুর দিতে চান, তাদের জন্য ড্রিম হলিডে পার্ক হবে সর্বোত্তম পছন্দ।

এই অভিজ্ঞতা আমাকে শুধু আনন্দ দেয়নি, দিয়েছে সমাজের প্রতি দায়িত্ববোধও। ভবিষ্যতে ওয়েলফশন মানব কল্যাণ সংঘের উদ্যোগে এত সুন্দর স্থানগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করবো-এই প্রতিজ্ঞাও করেছি। কারণ প্রকৃতি ও সংস্কৃতির স্পর্শে শিক্ষার প্রকৃত অর্থ খুঁজে পাওয়া সম্ভব।

কীভাবে যাবেন?
ড্রিম হলিডে পার্ক অবস্থিত নরসিংদী জেলার পলাশ উপজেলায়, ঘোড়াশাল পেট্রোল পাম্পের সন্নিকটে। ঢাকা থেকে দূরত্ব: আনুমানিক ৫০-৬০ কিলোমিটার। ঢাকা থেকে যেতে পারেন বাসে বা ট্রেনে। বাসে: গুলিস্তান, মহাখালী বা বাড্ডা থেকে ঘোড়াশালগামী বাসে (ভাড়া ৮০-১২০ টাকা)। ট্রেনে: কমলাপুর বা টঙ্গী থেকে ঘোড়াশাল (ভাড়া ৪৫-৭০টাকা)। সিএনজি/অটো: ঘোড়াশাল থেকে পার্ক (ভাড়া ৩০-৫০ টাকা)

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
>> পোশাক হালকা ও আরামদায়ক রাখুন, বিশেষত ওয়াটার পার্কে গেলে
>> মূল্যবান জিনিস সঙ্গে না রাখাই ভালো
>> রোদ থেকে বাঁচতে ছাতা বা ক্যাপ নিতে ভুলবেন না
>> দুপুর ১টা-৩টার মধ্যে ভিড় ও রোদ বেশি থাকে, সকাল ১০টায় গেলে উপভোগ বেশি হবে

ড্রিম হলিডে পার্ক শুধু একটি বিনোদনের জায়গা নয়-এটি পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে একনিষ্ঠ সম্পর্কের বন্ধন জোরদার করার এক স্বপ্নিল ক্ষেত্র। প্রকৃতি, প্রযুক্তি ও পরিকল্পনার মেলবন্ধনে গড়ে ওঠা এই পার্কটি যেন জীবনের এক দিনকে রঙিন করে দেওয়ার এক দুর্দান্ত সুযোগ। ক্লান্তি ও ব্যস্ততার মাঝে ড্রিম হলিডে পার্ক এক টুকরো প্রশান্তির নাম।

লেখক: প্রভাষক, বি.জে.এস.এম মডেল কলেজ, মনোহরদী, নরসিংদী

কেএসকে/জিকেএস

Read Entire Article