ঢাকার বাইরেও ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন সিলেটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ির মধ্যে ছুটোছুটি শুরু করেন। গাজীপুরে ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়েও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাদারীপুরে ভূমিকম্পনের সময় ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা কাঁপতে দেখা যায়। অনেকের ঘরের থাই গ্লাস ভেঙে যায়। অনেকেই ভয়ে ঘর থেকে রাস্তায় বের হয়ে যায়। আবার অনেকের ঘরে ফাটল দেখা গেছে। মাদারীপুরের আবহাওয়া পর্যবেক্ষণকারী কর্মকর্তা আ. রহিম মিয়া বলেন, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। তবে মাদারীপুরে এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গা
ঢাকাসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন সিলেটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ির মধ্যে ছুটোছুটি শুরু করেন।
গাজীপুরে ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়েও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মাদারীপুরে ভূমিকম্পনের সময় ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা কাঁপতে দেখা যায়। অনেকের ঘরের থাই গ্লাস ভেঙে যায়। অনেকেই ভয়ে ঘর থেকে রাস্তায় বের হয়ে যায়। আবার অনেকের ঘরে ফাটল দেখা গেছে।
মাদারীপুরের আবহাওয়া পর্যবেক্ষণকারী কর্মকর্তা আ. রহিম মিয়া বলেন, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। তবে মাদারীপুরে এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এছাড়া কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইলসহ আরও কয়েক জেলাং ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
এমএন/এমএস
What's Your Reaction?