ঢাকায় আওয়ামী লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেফতার

1 month ago 6

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

তাদের মধ্যে প্রথম ৮ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মো. সেলিম রেজা এবং মো.সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে আবুল কালাম আজাদ খানকে গ্রেফতার করে।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মো. মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ থানা এলাকা থেকে মো. আলম হাওলাদারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। একই দিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অন্যদিকে খিলগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/জিকেএস

Read Entire Article