ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে দলটি।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান মুনির সাতৌরি। সফরকালে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবেন তারা। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জাগো নিউজকে জানান, ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
জানা যায়, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল কক্সবাজারও সফর করবেন। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তারা।
কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসে ব্রাসেলস থেকে অভিবাসন ব্যবস্থাপনা, মানবাধিকার, সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষণ ও বিনিয়োগ অর্থায়ন নিয়ে একাধিক সফর অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও ব্রাসেলস উভয়ই এসব বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছে।
মানবাধিকার রক্ষায়, প্রচারে ও প্রতিরক্ষায় ইউরোপীয় পার্লামেন্ট এবং এর মানবাধিকার বিষয়ক সাবকমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইইউর বৈদেশিক নীতি ও কার্যক্রমে মানবাধিকারকে কেন্দ্রীয় উপাদান হিসেবে রাখার দায়িত্ব পালন করে এ সাবকমিটি। বিশেষত শরণার্থী সুরক্ষা, অভিবাসন ও বাণিজ্যের মতো বহির্বিশ্ব নীতিতে মানবাধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এই কমিটি।
এ সাবকমিটি সিভিল সোসাইটি সংগঠন, মানবাধিকার রক্ষাকারী এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত থেকে তথ্য সংগ্রহ করে এবং উন্নয়ন ও কার্যকর পদক্ষেপের জন্য সোচ্চার থাকে।
এদিকে সম্প্রতি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশ-ইইউ সম্পর্কের একটি ‘সমন্বিত পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়।
জেপিআই/এমএএইচ/