ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

3 months ago 50
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম প্রতিদ্বন্দ্বিতামূলক আসর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। আইসিসির এক সূত্র থেকে জানা গেছে, এই ট্রফি পাকিস্তানে ভ্রমণ শুরু করেছে, যা পরে বিভিন্ন দেশে পৌঁছাবে। এরই মধ্যে ১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ট্রফিটি পৌঁছেছে এবং পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে এটি প্রদর্শিত হবে। আইসিসি জানিয়েছে, পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ ও স্কার্দুতে ট্রফিটি নিয়ে যাওয়া হবে, এমনকি কেওটুজ পাহাড়েও ট্রফিটি নিয়ে যাওয়া হবে যা পর্যটন প্রচারের অংশ। তবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরগুলোতে এটি নিয়ে যাওয়া হবে না, কারণ সেখানে বর্তমানে ধোঁয়াশার কারণে প্রতিকূল পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবি আশা করছে, ক্রিকেটপ্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য, এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটভক্তদের উচ্ছ্বাস বাড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফির প্রদর্শনী হবে, যা ক্রিকেট ভক্তদের জন্য অনন্য এক অভিজ্ঞতা। টুর্নামেন্টের আগে ট্রফির এই প্রদর্শন ভক্তদের মাঝে উচ্ছ্বাস যোগাবে বলে বিসিবি আশা করছে। ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। আট বছর পর এই প্রতিযোগিতার আয়োজন নতুন করে শুরু হচ্ছে। তবে ভারত-পাকিস্তান কূটনৈতিক জটিলতায় ভারত পাকিস্তানে খেলতে রাজি নয়, যা নিয়ে আইসিসি এখনো আলোচনা চালাচ্ছে।
Read Entire Article