আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবেন সারাবিশ্বের বিনিয়োগকারীরা। এ সম্মেলনে অংশ নিতে পারেন ধনকুবের ইলন মাস্ক। দায়িত্বশীল একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সরকার ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুব আশাবাদী। ইতোমধ্যে তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন।
বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে নতুন নজির স্থাপন করেছে ইলন মাস্ক। সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যমতে, বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে তিনি ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হয়েছেন। তার প্রতিষ্ঠিত কোম্পানি হলো টেসলা ও স্পেসএক্স। এ প্রতিষ্ঠানগুলোর বাজার বৃদ্ধিদে তিনি বিশ্বের এক নম্বর ধনীর তালিকাও দখলে রেখেছেন।
জনপ্রিয় দৈনিক মানবজমিন একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। তিনদিনের সূচি ও অতিথি তালিকা প্রস্তাব করে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দেশ বা বিদেশের কোনো কর্মসূচি যাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিনিয়োগ সম্মেলনের সূচিকে বিঘ্নিত করতে না পারে তার জন্য আগেভাগে বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে এতে পুরো সরকার তথা প্রশাসনযন্ত্র সংযুক্ত থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনের লক্ষ্যে এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করে প্রস্তুতি চলছে। প্রস্তাবিত সময় বা তার কাছাকাছি তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে, সম্মেলনে আমন্ত্রিত হবেন বিশ্বের ধনী ব্যক্তিরা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকেও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হতে পারে। বৈশ্বিক টাইকুনদের বিনিয়োগের জন্য আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। এসব অতিথির উপস্থিতি নিশ্চিত করতে নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসের গুড অফিস ব্যবহারের চিন্তা রয়েছে বিডার।