ঢাকায় কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত 

রাজধানী ঢাকার খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম মো. রুবেল হক। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের নায়েক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদরের কান্দারপাড় এলাকার বাসিন্দা মো. মুনসুর সর্দারের ছেলে।  বৃহস্পতিবার (০১ জানুয়ারি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনস কর্মস্থল থেকে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নন্দিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় খিলগাঁও উড়ালসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর সড়কের ওপর কাভার্ড ভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি জব্দ করে খিলগাঁও থানায় নিয়ে যায়।

ঢাকায় কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত 

রাজধানী ঢাকার খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম মো. রুবেল হক। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের নায়েক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদরের কান্দারপাড় এলাকার বাসিন্দা মো. মুনসুর সর্দারের ছেলে। 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনস কর্মস্থল থেকে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নন্দিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় খিলগাঁও উড়ালসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর সড়কের ওপর কাভার্ড ভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি জব্দ করে খিলগাঁও থানায় নিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow