ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে
আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে আলোচিত চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভল্যুশন ২.০’। আয়োজক প্রতিষ্ঠান ‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার পক্ষের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংগঠনের সহ-প্রধান আয়োজক ও স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী (জাফর সাদিক) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট থেকে অর্জিত সব অর্থ এবারও দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে (জেএসএসএফ)। আহত ও শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে এ অর্থ ব্যয় হবে। এ বিষয়ে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। গত বছর ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথম আয়োজন ‘ইকোস অব রেভল্যুশন’ ব্যাপক সাড়া ফেলে। রাহাত ফাতেহ আলী খানসহ দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি থেকে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশি-বিদেশি ব্যান্ডসহ বিভিন্ন শি
আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে আলোচিত চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভল্যুশন ২.০’। আয়োজক প্রতিষ্ঠান ‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার পক্ষের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংগঠনের সহ-প্রধান আয়োজক ও স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী (জাফর সাদিক) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট থেকে অর্জিত সব অর্থ এবারও দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে (জেএসএসএফ)। আহত ও শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে এ অর্থ ব্যয় হবে। এ বিষয়ে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
গত বছর ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথম আয়োজন ‘ইকোস অব রেভল্যুশন’ ব্যাপক সাড়া ফেলে। রাহাত ফাতেহ আলী খানসহ দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি থেকে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশি-বিদেশি ব্যান্ডসহ বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে। কনসার্টে লোকসংগীত, কাওয়ালি এবং জনপ্রিয় গান প্রাধান্য পাবে। শুধু সংগীত নয়, জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীও থাকবে।
বিজ্ঞপ্তিতে স্পিরিটস অব জুলাই অভিযোগ করে জানায়, বিপ্লব-পরবর্তী সময়ে বিভিন্ন মহল জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন সময়ে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং বিপ্লবের চেতনা ধরে রাখতে তারা দ্বিতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই ভেন্যু চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারিখ ও বিবরণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
What's Your Reaction?