ঢাকায় ছানি-রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতিবিষয়ক কর্মশালা

3 hours ago 3

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস’ শীর্ষক একটি অতিপ্রত্যাশিত মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সিএমএইচের চক্ষু বিভাগ কর্তৃক আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসায় বিপ্লব ঘটানো কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা এবং ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিক্যাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স, ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয় নিয়ে আলোচনা করেন।

সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয়। এছাড়া আলোচকরা চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা এবং ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ঢাকা সিএমএইচ বিশ্বমানের চিকিৎসাসেবা দিচ্ছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানে অদ্যাবধি ২৭৪৪ জন আহত ব্যক্তিকে সুচিকিৎসা দিয়ে দেশের মানুষের মধ্যে আস্থার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সেমিনারে ডিজিএমএস, কনসালটেন্ট সার্জন জেনারেল, ঢাকা সিএমএইচের সব সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার এবং জাতীয় শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/জেআইএম

Read Entire Article