রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকচাপায় এ কে এম কৌশিক আহমেদ (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের নাগধারপার নামিরা ফিল্ম স্টেশন ও অটোগ্যাস স্টেশনের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জানতে পেরেছি ওই ব্যক্তি মোটরসাইকেলে করে যাওয়ার সময় ডেমরাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানার নূরপুর মালঞ্চী গ্রামে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম

 4 months ago
                        61
                        4 months ago
                        61
                    








 English (US)  ·
                        English (US)  ·