ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

2 hours ago 2
রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের নাম মো. রাকিব (৩০)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। রাকিব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির সুবাদে ফার্মগেটে থাকতেন।  নিহতের বোন মারিয়া আক্তার জানান, ভোরে তার ভাই বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  এদিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসার গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বিসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচ তলায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানান, তাদের পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Read Entire Article