ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্পে পরিচালিত অধিভুক্ত কলেজে গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে অনলাইনে ভর্তি সংশ্লিষ্ট নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া পৃথক এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা একদিনে আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানা গেছে, ৪ এপ্রিল সকাল ১১টা সাড়ে ১২টা পর্যন্ত প্রযুক্তি ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে অধিভুক্ত ৬ সরকারি-বেসরকারি কলেজে বিভিন্ন বিভাগে সবমিলিয়ে ২ হাজার ৪২০টি আসন রয়েছে। অন্যদিকে প্রযুক্তি ইউনিটে ৬ সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোটা ১ হাজার ৪৬০টি আসন রয়েছে। আবেদন প্রক্রিয়া ও ফি জমাদন : অনলাইনে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মাতা–পি

ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্পে পরিচালিত অধিভুক্ত কলেজে গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে অনলাইনে ভর্তি সংশ্লিষ্ট নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া পৃথক এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা একদিনে আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

জানা গেছে, ৪ এপ্রিল সকাল ১১টা সাড়ে ১২টা পর্যন্ত প্রযুক্তি ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে অধিভুক্ত ৬ সরকারি-বেসরকারি কলেজে বিভিন্ন বিভাগে সবমিলিয়ে ২ হাজার ৪২০টি আসন রয়েছে। অন্যদিকে প্রযুক্তি ইউনিটে ৬ সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোটা ১ হাজার ৪৬০টি আসন রয়েছে।

আবেদন প্রক্রিয়া ও ফি জমাদন : অনলাইনে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মাতা–পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটাসংক্রান্ত তথ্য এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে। প্রার্থী যদি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ইউনিটে আবেদন করে থাকেন, তবে ওই প্রার্থী সরাসরি তার উচ্চমাধ্যমিকের রোল, বোর্ড ও মাধ্যমিক পরীক্ষার রোল ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে পারবেন এবং নতুন করে কোন তথ্য দিতে হবে না।

প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন ফি বাবদ ৮৫০ টাকা এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটেও ৮৫০ টাকা (পৃথক দুই ইউনিট) তাৎক্ষণিক অনলাইনে মোবাইল ব্যাংকিং সার্ভিস বা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে বা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে।

প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

অন্যদিকে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে। ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজগুলো হলো, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স কলেজ, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এবং বরিশাল হোম ইকনমিক্স কলেজ।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট ( https://collegeadmission.eis.du.ac.bd) ব্রাউজ করে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow