ঢাবি আন্তঃহল ছাত্রী ক্রিকেটে চ্যাম্পিয়ন শামসুন নাহার হল

1 month ago 21

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবম আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযেগিতার ফাইনালে শামসুন নাহার হল ৯ উইকেটে রোকেয়া হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শুরুতে রোকেয়া হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিয়াতুস হালিমা ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে শামসুন নাহার হল ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে জয়ী হয়।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৪৭ রান সংগ্রহ ও ২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়াতুস হালিমা এবং ১৯৬ রান সংগ্রহ ও সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সেরা অলরাউন্ডার হয়েছেন শামসুন নাহার হলের দিপা খাতুন।

খেলা শেষে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি প্রদান করেন। এসময় রোকেয়া হলের প্রধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএইচএ/এমএএইচ/জেআইএম

Read Entire Article